কুমিল্লার হোমনায় যথাযোগ্য মর্যাদায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে একুশের প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে হোমনা কেন্দ্রীয় শহীদ মিনারে বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন স্থানীয় সংসদ সদস্য, উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ,আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ,হোমনা পৌর সভা, হোমনা থানা, মুক্তিযোদ্ধা সংসদ,উপজেলা যুবলীগ,ছাত্রলীগ, জাতীয় পার্টি ও অঙ্গসংগঠন,হোমনা প্রেসক্লাব,উপজেলা প্রেসক্লাব, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন সংগঠন।
শনিবার সকাল ১০ টার দিকে উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে প্রভাতফেরি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে ভিডিও কলে বক্তব্য রাখেন কুমিল্লা-২ আসনের স্থানীয় সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরী।
এতে সহকারী কমিশনার (ভূমি) তানিয়া ভূঁইয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান রেহানা বেগম। উপজেলা সহকারী পল্লী উন্নয়ন অফিসার শাহিদুল হক দেওয়ানের সঞ্চালনায় বক্তব্য রাখেন পৌর মেয়র এ্যাড. মো. নজরুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মহাসিন সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার রীনা, থানা ভারপ্রাপ্ত ককর্মকর্তা (ওসি) মো.আবুল কায়েস আকন্দ, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. সৈয়দ মো. নজরুল ইসলাম, ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি মো.মাহবুবুর রহমান খন্দকার,বীর মুক্তিযোদ্ধা মো. মোশারফ হোসেন ও খন্দকার হুমায়ুন কবির , হোমনা প্রেস ক্লাবের সভাপতি আবদুল হক সরকার ও সাংবাদিক মো. কামাল হোসেন প্রমূখ।
পরে বিজয় সুন্দর হাতের লেখা,চিত্রাংকন প্রতিযোগীতা, রচনা,কবিতা আবৃতি,দেশাত্বকবোধক গান প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।