শেখ ফরিদ,নিজস্ব প্রতিবেদক
চাটখিল উপজেলা পরিষদের চেয়ারম্যান,উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব জাহাঙ্গীর কবিরের একান্ত ব্যক্তিগত সংগঠন একটিভ ফাউন্ডেশনের পক্ষ থেকে নোয়াখালী -১ ( চাটখিল ও সোনাইমুড়ী) সংসদীয় এলাকায় ২০ হাজার পরিবারের মাঝে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
সোমবার (১৩ মার্চ) চাটখিল উপজেলার ৮নং নোয়াখলা ইউনিয়নের কড়িহাটি হাইস্কুল মাঠে,সাধুরখিল মহিলা মাদ্রাসা মাঠে ও নোয়াখলা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ৯শত পরিবারের মাঝে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।উক্ত ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে নোয়াখলা ইউনিয়নের চেয়ারম্যান ওইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মানিক হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ভুলুর সঞ্চালনায়- প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন-ফাউন্ডেশনের চেয়ারম্যান,উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জাহাঙ্গীর কবির।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাটখিল উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নাজমুল হুদা শাকিল,পৌরসভার মেয়র,নিজাম উদ্দিন,উপজেলা ভাইস চেয়ারম্যান এইচ এম আলী তাহের ইভু,৬নং পাঁছগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ মাহমুদ হোসেন তরুণ,উপজেলা আওয়ামীলীগের সাবেক দপ্তর সম্পাদক আহসান হাবীব সমীর প্রমুখ।
এছাড়াও ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাটখিল পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুমন চৌধুরী, উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক রাজিব হোসেন (রাজু),উপজেলা শ্রমিক লীগের আহবায়ক ইসমাইল হোসেন তরুণ,ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি /সাধারণ সম্পাদকবৃন্দ,নোয়াখল ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড মেম্বার,সংরক্ষিত মহিলা মেম্বার সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।
প্রধান অতিথির বক্তব্যে ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব জাহাঙ্গীর কবির বলেন আসন্ন পবিত্র মাহে রমজান উপলক্ষে নোয়াখালী -১ (চাটখিল- সোনাইমুড়ী) সংসদীয় এলাকার (২০ হাজার) পরিবারের মাঝে একটিভ ফাউন্ডেশনের পক্ষ থেকে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে। তার মধ্যে পর্যায়ক্রমে চাটখিল উপজেলায় ৯হাজার এবং সোনাইমুড়ী উপজেলায় ১১হাজার পরিবারের মাঝে এসব ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করা হবে।তিনি আরো বলেন,এ ছাড়াও ১হাজার শ্রমিকদের মাঝে নগদ অর্থ ও খাদ্য সামগ্রী বিতরণ করা হবে।
উল্লেখ্য,এর আগে গত শুক্রবার উপজেলা পরিষদ প্রাঙ্গণে পৌরসভার ৯শত পরিবারের মাঝে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণের মধ্য দিয়ে আনুষ্ঠানিক বিতরণী কার্যক্রমের উদ্বোধন করা হয়,তার পর থেকে প্রতিদিনই ইউনিয়ন পর্যায়ে বিতরণী কার্যক্রম অব্যাহত আছে।