মাসুদ রানা, ময়মনসিংহ সদর প্রতিনিধি: ১৯৯৫ সালের মার্চ মাসব্যাপী বিএনপি-জামায়াত সমর্থিত সরকার কর্তৃক সার কিনতে গিয়ে নির্মমভাবে নিহত ১৮ জন শহীদ কৃষকের স্মরণে আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
মঙ্গলবার সন্ধ্যায় দলীয় কার্যালয়ে ময়মনসিংহ মহানগর কৃষক লীগের আয়োজনে সভাপতি এবি ছিদ্দিক এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ আবুল হাসেম রায়হান এর সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির ক্ষেতমজুর বিষয়ক সম্পাদক মো. ইসহাক আলী সরকার।
এছাড়াও সভায় আরো বক্তব্য রাখেন মহানগর কৃষকলীগের সিনিয়র সহ-সভাপতি সুমন ঘোষ, নুর আলী তালুকদার, যুগ্ম-সাধারণ সম্পাদক খোকন তালুকদার, মামুনুর রশিদ মামুন, সাংগঠনিক সম্পাদক মো. সোহেল রানা, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক অনিক হাসান, স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক কমল সরকার, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শফিউল আলম খান আখি, কৃষি ও পণ্য বিষয়ক সম্পাদক কৃষিবিদ মো. আশরাফুল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদক শামীমা আক্তার, ৩৩ নং ওয়ার্ড কৃষক লীগের সভাপতি মিজানুর রহমান মিজান. ১ নং ওয়ার্ড কৃষকলীগের সভাপতি জাহাঙ্গীর আলম নান্নু. ১৮ নং ওয়ার্ড কৃষকলীগের সভাপতি হাতেম আলী তালুকদার. ২০ নং ওয়ার্ড কৃষক লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এমদাদুল হক মিলন প্রমুখ।
এসময় মহানগর ও ওয়ার্ড কৃষক লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে দোয়া পরিচালনা করেন কৃষকলীগ কেন্দ্রীয় কৃষকলীগের ক্ষেতমজুর বিষয়ক সম্পাদক মো. ইসহাক আলী সরকার। এর আগে দিবসটি উপলক্ষে সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।