চীন হুনান প্রদেশের বিশাল স্বর্ণখনির সন্ধান পেলো

চীন হুনান প্রদেশের বিশাল স্বর্ণখনির সন্ধান পেলো

Generic placeholder image
  

হুনান প্রদেশের ভূতাত্ত্বিক ব্যুরো এ তথ্য নিশ্চিত করেছে চীনের মধ্যাঞ্চলীয় প্রদেশ হুনানের পিংয়াং জেলার ওয়াকু গ্রামে সন্ধান মিলেছে বিশাল এক স্বর্ণখনির। বৃহস্পতিবার (২১ নভেম্বর) হুনান প্রদেশের ভূতাত্ত্বিক ব্যুরো এ তথ্য নিশ্চিত করেছে।ভূতাত্ত্বিক ব্যুরোর প্রতিবেদন বলছে, নতুন এই স্বর্ণখনির ২,০০০ মিটার গভীরতার মধ্যে ৪০টিরও বেশি গোল্ড ওর ভেইনস বা স্বর্ণের আকরিক ধমণীর সন্ধান পাওয়া গেছে। স্বর্ণের খনিতে অনেক সময় পাথরের গা চিরে জমাট স্বর্ণের ধারা পরিলক্ষিত হয়ে, যা অনেকটা ধমণীর মতো। স্বর্ণের আকরিকসমৃদ্ধ গরম তরল বা লাভা পৃথিবীর ভূত্বকের ফাটল দিয়ে প্রবাহিত হলে গঠিত হয় স্বর্ণের আকরিক ধমণী।চীনের ভূতত্ত্ববিদ এবং খনি বিশেষজ্ঞরা বলছেন, নতুন এ খনিটির ৩,০০০ মিটার গভীরতার মধ্যে মজুত রয়েছে উচ্চ মানের ১,০০০ টনেরও বেশি স্বর্ণ, যার বর্তমান বাজারমূল্য কমপক্ষে ৮,৩০০ কোটি ডলার। খনিটি থেকে ইতোমধ্যে শুরু হয়েছে স্বর্ণ উত্তোলন। খনিটির আবিষ্কারক দলের অন্যতম সদস্য চেন রুলিন বলেন, খনিটির যে কোনো পাথর ভাঙা মাত্র সেটির ভেতরে আমরা স্বর্ণের ধমণী দেখতে পাচ্ছি। প্রতি টন আকরিকে গড়ে ১৩৮ গ্রাম বিশুদ্ধ স্বর্ণ মিলছে। এই পরিমাণ নেহায়েৎ মন্দ নয়। আবিষ্কারক দলের উপ-প্রধান লিউ ইয়োনচুন জানিয়েছেন, স্বর্ণ আহরণের ক্ষেত্রে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করছেন তারা।

 

চীন হুনান প্রদেশের বিশাল স্বর্ণখনির সন্ধান পেলো
কমেন্ট As:

কমেন্ট (0)