দৈনিক বিজয় বাংলাদেশের প্রতিনিধি হওয়ার জন্য নিয়মাবলী
জাতীয় দৈনিক বিজয় বাংলাদেশ পত্রিকায় প্রতিনিধি নিয়োগপ্রাপ্ত হওয়ার প্রথম শর্ত সংবাদ পত্র হর্কাস ইউনিয়নের নিয়োজিত এজেন্টের মাধ্যমে ব্যয় বহন করে দৈনিক পত্রিকা গ্রহণ করতে হবে।আপনার নিকট মেইলিং বিল ২,০০০ টাকা। উক্ত বিলটি পত্রিকার হিসাব বিভাগ ০১৯০৬১০২৫৯২ নম্বরে (পার্সোনাল) বিকাশ/নগদের মাধ্যমে পরিশোধ করুন। পত্রিকার প্রাপ্ত বিল পরিশোধের পর আপনার আবেদন কার্যক্রম সম্পন্নের পর পরবর্তী ধাপের জন্য নিচের তথ্য সমূহ পূরণ করুন।
যে সকল জেলা, উপজেলা ও থানায় প্রতিনিধির পদটি খালি আছে, তা জানতে সম্পাদকীয় কার্যালয়ে দূরালাপন নম্বরটিতে কল করুন। (+৮৮০২-৮৪১২৩৪৮)